Last update
Loading...

প্রধানের পরিবারকে খালেদা জিয়ার শান্তনা

প্রয়াত শফিউল আলম প্রধানের পরিবারের সদস্যদের সান্তনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে প্রধানের স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের খোঁজখবর নেন বলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান। খালেদা জিয়া জানান, পায়ের ব্যথা বাড়ায় তিনি প্রধানকে দেখতে যেতে পারেননি। শিগগিরই বাসায় গিয়ে সবার সঙ্গে দেখা করবেন। তাকে ভেঙে না পড়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আমি সব সময় আপনার পরিবারের পাশে থাকব। রোববার সকালে আসাদগেটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। সোমবার রাত ৮টার দিকে বনানী কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

0 comments:

Post a Comment