Last update
Loading...

চিকুনগুনিয়ায় প্যারাসিটামল ছাড়া আর কিছু খাওয়া যাবে না

চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে পায়ের ব্যথা কয়েক মাস থাকে। এডিস ইজিপ্টাই ও এডিস এ্যালবুপিক্টাসের কামড়ে রোগটি ছড়ায়। সময়টা চিকুনগুনিয়ার না হলেও বর্ষা আগে চলে আসায় ডেঙ্গুসহ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব হয়েছে্। আজ বৃহস্পতিবার মহাখালীর আইডিসিআর -এ সাংবাদিকদের চিকুনগুনিয়া এবং ডেঙ্গু অবহিতকরণ সভায় প্রতিষ্ঠানের পরিচালক এসব তথ্য দেন। তিনি বলেন চিকুনগুনিয়া হলে ১০৪-১০৫ ডিগ্রি জ্বর হয়। ডেঙ্গুজ্বরেরর মতো চিকুনগুনিয়ায় প্লাটিলেট কমে না।
এ জ্বরে শুধু প্যারাসিটামল ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। এনএসএআইডি দেয়া যাবে না। চিকুনগুনিয়ায় মানুষ মারা যায় না। রোগটি হলে এমনিতেই সেরে যায়। ভাইনাসজনিত রোগ বলে এর কোনো চিকিৎসা নেই। তবে ডেঙ্গুর কথাও মনে রাখতে হবে। ডেঙ্গু হলে গুরুত্বের সাথে নিতে হবে।

0 comments:

Post a Comment