Last update
Loading...

কুমিল্লা বোর্ডের ৯৩০ শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির ফল বিপর্যয়ের বিষয়ে জানতে চেয়ে এ বোর্ডের অধীন ছয় জেলার ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা গেছে। এ বছর এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের ছিল মাত্র ৫৯ দশমিক তিন শতাংশ। যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ কম। কুমিল্লা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন জানান, ফল খারাপ কেন হলো এর কারণ দর্শানোর জন্য কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর জেলার ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নোটিশ পাঠানো হয়েছে। একই সাথে এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী হতে পারে সে বিষয়েও তাদের নিকট পরামর্শ চাওয়া হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন করেন। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক বলেন, কুমিল্লা বোর্ডের ফল বিপর্যয় হওয়ায় আমরা অনেকটা হতাশ। এর কারণ ও করণীয় সম্পর্কে জানতে বিদ্যালয়গুলোতে চিঠি দেয়া হয়েছে। জবাব আসার পর মাঠ পর্যায়ে গিয়ে তা সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, ভালো শিক্ষকরা শহরমুখী হওয়ায় মফস্বল পর্যায়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সংকট সৃষ্টি হয়েছে।

0 comments:

Post a Comment