Last update
Loading...

জয়ের ফেসবুক পেজে ভাইরাল হল ছবিটি

দিল্লির বিখ্যাত ‘পার্ক স্ট্রিট’ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের সামনে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি প্রকাশ করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। জয়ের ফেসবুক পেজে ছবিটি দেয়ার পরেই সেটি ভাইরাল হয়ে যায়। ৭-১০ এপ্রিল ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তাকে নজিরবিহীন আতিথেয়তা দেয় ভারত। দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির স্মারক হিসেবে দিল্লিতে বঙ্গবন্ধুর নামে সড়ক উদ্বোধন করা হয়। ভারত সফরকালে ওই সড়কের সামনে দাঁড়িয়েই একটি ছবি তোলেন প্রধানমন্ত্রী।
ছবিতে পেছনে সড়কটির নামফলক দেখা যায়। এতে হিন্দি, ইংরেজি, উর্দু ও স্থানীয় আরেক ভাষায় সড়কটির নাম লেখা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব রোড। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজের ভেরিফাইড পেজে ছবিটি আপলোড করার পর পর বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ভক্তরা ছবিটির নিচে লাইক ও কমেন্ট দিতে শুরু করেন। অনেকে এ ছবিটি নিজের ওয়ালে শেয়ারও দেন।

0 comments:

Post a Comment