Last update
Loading...

ম্যান সিটি তৃতীয়

ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লীগে জায়গা করে নেয়ার লড়াইয়ে অনেকখানি এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। গতবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে পেপ গুয়ার্ডিওলার দল। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে লেস্টারকে ২-১ গোলে হারায় সিটি। ম্যাচের তিনটি গোলই হয় প্রথমার্ধে। ডেভিড সিলভার গোলে সিটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল জেসুস। বিরতির খানিক আগে ব্যবধান কমান শিনজি ওকাজাকি। গুয়ার্ডিওলার দলের পয়েন্ট ৩৬ ম্যাচে ৭২। ২ পয়েন্ট কম পাওয়া লিভারপুল নেমে গেছে চতুর্থ স্থানে। ঘরের মাঠে নিজেদের গুছিয়ে নিতে সময় নেয়া সিটি ২৯তম মিনিটে এগিয়ে যায়। বাঁ-দিক থেকে লেরয় সানের কোনাকুনি পাস ফাঁকায় পেয়ে বাঁ-পায়ের শটে জালে পাঠান স্পেনের মিডফিল্ডার সিলভা। ওয়েবসাইট।

0 comments:

Post a Comment