Last update
Loading...

ইন্দোনেশিয়ায় নৌযানে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৫

ইন্দোনেশিয়ার একটি নৌযানে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে। নৌযানটিতে প্রায় ২শ’ লোক ছিল। শনিবার উদ্ধারকর্মীরা একথা জানান। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একথা জানিয়ে বলেছে, শুক্রবার বিকেলে প্রধান জাভা দ্বীপের অদূরে মুতিয়ারা সেন্টোশা নামের ফেরিটিতে আগুন ধরে যায়। এরপর নৌযানটির ক্যাপ্টেন যাত্রীদের নৌযানটি থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। তল্লাশী ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় প্রধান মোহাম্মাদ আরিফিন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, উদ্ধারকর্মীরা ৫টি লাশ এবং ১৪১ জনকে জীবিত উদ্ধার করেছে।

0 comments:

Post a Comment