Last update
Loading...

নড়াইলে যাত্রীবাহী বাসে মদসহ যুবক আটক

নড়াইল-যশোর সড়কের হাতিরবাগান মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশিকালে তিন বোতল বিদেশী মদসহ গয়েস উদ্দীন আলী (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। গয়েস উদ্দীন সাতক্ষীরা সদরের ছয়ঘেরিয়া তুষখালী গ্রামের লুৎফর রহমানের ছেলে। আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান জানান, নড়াইলের হাতিবাগান মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে তিন বোতল ভারতীয় মদসহ গয়েস উদ্দীন আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গয়েস সাতক্ষীরা থেকে মুঞ্জিগঞ্জের মাওয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

0 comments:

Post a Comment