Last update
Loading...

শুটিং বাকি ডাবিং শেষ!

শুটিং বাকি থাকলেও শেষ হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির ডাবিং। সম্প্রতি এমনটিই জানালেন ছবিটির নির্মাতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুলাভাই জিন্দাবাদের শুটিং নব্বই শতাংশ শেষ হয়েছে। রমজানে শুটিং বন্ধ রয়েছে। যে দশভাগ শুটিং বাকি রয়েছে তা ঈদের পর করব। তবে শুটিংয়ের আগেই ডাবিং শেষ করেছি।’ এতে মৌসুমী একজন প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করছেন। অটিস্টিক ভাই ও একমাত্র বোনকে নিয়ে জীবনযুদ্ধে লড়াইয়ের সংগ্রামী নারী তিনি। মৌসুমীর স্বামীর চরিত্রে অভিনয় করছেন ডিপজল। ছবিটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এ ছবির গল্প একবারে সামাজিক। এ ধরনের গল্পের ছবি বর্তমানে কম নির্মিত হচ্ছে। সামাজিক গল্পের ছবি যারা দেখতে পছন্দ করেন এটি তাদের প্রত্যাশা পূরণ করবে।’ ডিপজল বলেন, ‘আমি আগে যেমন দর্শকদের সামনে গল্পনির্ভর ছবি নিয়ে এসেছি, এ ছবিটিও সেরকম। আশা করি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’ প্রসঙ্গত, ডিপজল ও মৌসুমী জুটির দ্বিতীয় ছবি এটি। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ছবিটির শুটিং শুরু হয়।

0 comments:

Post a Comment