Last update
Loading...

ভালুকায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ময়মনসিংহের ভালুকায় গাড়ি চাপায় পায়ে বেড়ি লাগানো অজ্ঞাত ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি আমতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে দুই পায়ে বেড়ি পড়ানো অজ্ঞাত লোকটি রাস্তা পাশে হাটাহাটি করছিল এমন সময় ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লোকটি মারা যান। নিহতের গায়ের রং কালো মুখে খোঁচা খোঁচা দাড়ি ও গোফ রয়েছে।
গায়ে কালো রংয়ের সুয়েটারের উপরে জিন্সের জ্যাকেট পড়া। পরণে কমলা রংয়ের ট্রাউজারের উপরে চেক লুঙ্গী পড়া। এক পায়ে স্যান্ডেল আছে অপর পা খালি। ধারণা করা হচ্ছে, লোকটি মানুষিক বিকার গ্রস্থ বা ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াতো। ভরাডোবা হাইওয়ে পুলিশে ফাড়ি ইনচার্জ জহিরুল ইসলাম উজ্জল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে।

0 comments:

Post a Comment