Last update
Loading...

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে চেচানিয়াকান্দি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়।
উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাহনই রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার এএসআই দেলোয়ার হোসেনসহ (৩২) সহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

0 comments:

Post a Comment