Last update
Loading...

ভারতীয় বাহিনীর ওপর আবার হামলা, নিহত ২

ভারতের আসাম রাজ্যে সেনাবাহিনী-পুলিশ ও এসএসবির যৌথবাহিনীর সাথে বিচ্ছিন্নতাকামী এনডিএফবির সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে। নিহতদের একজন এসএসবি সাব ইন্সপেক্টর। অপর একজন হামলাকারী। আসামের চিরাং জেলার মানস জাতীয় উদ্যানের অন্তর্গত কুকলুং রেঞ্জের ঘন জঙ্গলে এই সঙ্ঘর্ষ হয়। একজন এনডিএফবি নিহত ও একজন আহত হয়েছে।
আহত সদস্যর নাম সৌম্য দে বলে জানা গিয়েছে। নিহত হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ইনসাস রাইফেল উদ্ধার করে। পুলিশের কাছে খবর ছিল, ওই এলাকায় এনডিএফবির মোস্ট ওয়ান্টেড নেতা জি বিদায়ি ঘাঁটি গেড়েছে। সেই খবর অনুযায়ী, সেনাবাহিনী এবং এসএসবির যৌথবাহিনী অভিযান চালায়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় গুলির লড়াই চলে। সূত্র : এই সময়

0 comments:

Post a Comment