Last update
Loading...

ফিরে এলো ৩৩ বছর আগের সৈকত

প্রকৃতি যা কেড়ে নেয়, তা আবার ফিরিয়েও দিতে পারে। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে ৩৩ বছর আগে ভয়ংকর এক ঝড়ে যে সমুদ্র সৈকত বিলীন হয়ে গিয়েছিল তা ফের জেগে উঠেছে। এ যেন চুরি যাওয়া কোনো সৈকতের বিস্ময়কর ফিরে আসা! খবর সিএনএনের সিএনএনের খবরে বলা হয়েছে, ১৯৮৪ সালে শীতকালের এক ঝড়ো বাতাসে কাউন্টি মায়োর অ্যাকিল দ্বীপের ডুয়াগ সৈকতের বালুর কিছুই অবশিষ্ট ছিল না। সেখানে শুধু পাথর আর শিলার খাঁজ দেখা যেত। কিন্তু এ বছরের এপ্রিলের কয়েক দিনে আটলান্টিকের বড় ঢেউ থেকে আসা হাজার হাজার টন বালু আবার ভরিয়ে দিয়েছে সৈকতটি। ৩০০ মিটার সুবর্ণ তীরভূমি আবারও দৃশ্যমান। অ্যাকিল ট্যুরিজম অফিসের কর্মকর্তা শন মলয় জানান, জনপ্রিয় এ সৈকত একসময় চারটি হোটেল ও অনেক গেস্ট হাউসের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পশ্চিম উপকূলের এ দ্বীপটিতে ২ হাজার ৬০০ লোকের বাস। অ্যাকিলে পাঁচটির বৈশি সৈকত আছে। নতুন এই সৈকতটি হলে সেখানে এর সংখ্যা ছয়ে দাঁড়াবে। মলয় বলেন, ১৯৮৪ সালের ঝড়ে সৈকতের সব বালু উড়ে গিয়েছিল। কিন্তু গত মাসে ৮ থেকে ১০ দিনের মধ্যে উত্তরের শক্তিশালী বাতাস আবার ফিরিয়ে দিল সৈকত। অচিল পর্যটন কেন্দ্রের এক কর্মকর্তা জানান, একসময় এ সমুদ্র সৈকতে বেড়াতে আসতেন বহু পর্যটক। তাদের কাছেও যথেষ্ট জনপ্রিয় ছিল এ সৈকত। সেখানে ছিল চারটি হোটেল এবং অনেকগুলো গেস্ট হাউস। এ দ্বীপপুঞ্জে প্রায় ২ হাজার ৬০০ লোকের বাস।

0 comments:

Post a Comment