Last update
Loading...

ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ভোলায় বিএনপির কর্মী সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সাবেক এমপি নাজিমউদ্দিন আলম ও যুবদলের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব নুরুল ইসলাম নয়ন সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভোলা সদর রোডের একটি হোটেলে আয়োজিত বিএনপির কর্মী সম্মেলনে প্রবেশের সময় সংঘর্ষের সুত্রপাত ঘটে। প্রায় ঘন্টাব্যাপী  চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরিস্থিতি শান্ত হওয়ার পর সম্মেলন শুরু হয়। জেলা বিএনপির সভাপতি গোলামনবী আআলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্মমহাসচিব এড মজিবর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, নাজিমউদ্দিন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

0 comments:

Post a Comment