Last update
Loading...

নিয়ন্ত্রণ হারিয়ে সার্ক ফোয়ারায় ট্রাক

নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার বেদির উপর উঠে গেল একটি দ্রুতগামীর সিমেন্টবোঝাই ট্রাক। এতে সার্ক ফোয়ারার কিছু অংশ ভেঙে গেছে। উপড়ে গেছে ফোয়ারার সিগন্যাল বাতির খুঁটি। শনিবার সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটির চালক ও হেলপার দুর্ঘটনার পরই পালিয়ে গেছে। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মোঃ আতাহার হোসেন বলেন, বাংলামোটর দিক থেকে শাহ সিমেন্টের ট্রাকটি দ্রুত গতিতে এসে সার্ক ফোয়ারার বেদির উপর উঠে যায়। এতে ফোয়ারার কিছু অংশ ভেঙে গেছে।
উপড়ে গেছে ফোয়ারার সিগন্যাল বাতির খুঁটি। তিনি জানান, ট্রাকটির সামনের চাকা খুলে গেছে। সামনের অংশের গ্লাসও ভেঙে গেছে। এছাড়া ট্যাংকি ফেটে ডিজেল পড়ছে। তবে এসময় জনচলাচল কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আরেকটু বেলা হলে এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটার সম্ভাবনা ছিল। ট্রাকটি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।

0 comments:

Post a Comment