Last update
Loading...

সেপ্টেম্বরে আলমগীরের একটি সিনেমার গল্প শুরু

দীর্ঘ দুই দশক পর আবারও চলচ্চিত্র নির্মাণে আসছেন চিত্রনায়ক আলমগীর। এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে, চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে নতুন ছবি ‘একটি সিনেমার গল্প’-এর শুটিং শুরু করবেন তিনি। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য আলমগীরের নিজের। এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন আরিফিন শুভ, ঋতুপর্ণা, সাদেক বাচ্চু, সাবেরী আলম, জ্যাকি আলমগীর, ববি’সহ আরও কয়েকজন। গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির ও কবির বকুল। সুর করেছেন এসআই টুটুল, ইমন সাহা ও শওকত আলী ইমন। চলচ্চিত্রটির আবহ সঙ্গীত করবেন ইমন সাহা। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করবেন আলমগীর। তার বিপরীতে কে অভিনয় করবেন সেটি চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পরিচালক। ছবিটি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘প্রত্যেক মানুষেরই জীবনে গল্প আছে। সে হিসেবে সিনেমায় হাজার হাজার মানুষের গল্প আছে। আমি সেখান থেকে কয়েকজন মানুষের কাল্পনিক গল্প তৈরি করেছি। আমার গল্পে বা চলচ্চিত্রটিতে কারও ব্যক্তিগত কোনোরকম ছায়াও পাওয়া যাবে না।’ এর আগে ছবিটি যৌথ প্রযোজনায় নির্মাণ করার কথা থাকলেও পরে নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনম্যান্ট’ থেকে এককভাবে নির্মাণ করার সিদ্ধান্ত নেন আলমগীর। প্রসঙ্গত, ১৯৯৬ সালে সর্বশেষ ‘নির্মম’ নামে একটি ছবি পরিচালনা করেছেন তিনি।

0 comments:

Post a Comment