Last update
Loading...

ত্রিশালে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসমতের মোড়ের আকিজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু তন্ময় ঘোষের (৫) পরিচয় পাওয়া গেছে। সে ত্রিশাল পৌরসভা এলাকার সুভাষ ঘোষের ছেলে। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামন জানান, যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-১৫৬৫) মুক্তগাছা থেকে ঢাকা যাচ্ছিল। পথে উক্ত এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দু'জন নিহত হন। আহত ১৬ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে বলে জানান ওসি।

0 comments:

Post a Comment