Last update
Loading...

‘রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ছাই জলজ ও বন্যপ্রাণীর মারাত্বক ক্ষতি করবে’

আর্ন্তজাতিক পরিবেশ বিশেষজ্ঞ এ ডেনিস লেমলি বলেছেন, প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ছাই জলজ প্রাণী ও বন্যপ্রাণীর ওপর অবশ্যম্ভাবী মারাত্বক বিষাক্ততার সৃষ্টি করবে। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি’র উদ্যোগে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল কক্ষে “রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের কয়লার ছাই অপসারণে সম্ভাব্য বিপদাপন্ন পরিবেশ নিরূপন প্রতিবেদন” শীর্ষক গবেষনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ ডেনিস লেমলি এ আশঙ্কার তথ্য দেন। সংবাদ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল এর সভাপতিত্বে এতে মুল বক্তব্যে যুক্তরাষ্ট থেকে স্কাইেপের মাধ্যমে এ ডেনিস লেমলি, যুক্তরাষ্ট্র (গৎ. অ উবহহরং খবসষু) আরো জানান, আমেরিকা ও ভারতের কেস স্টাডি থেকে দেখা যায় যে, প্রস্তাবিত ছাই অপসারণের পদ্ধতি মারাত্বক পরিবেশগত দূষণের সৃষ্টি করবে যা বিশ্ব ঐতিহ্য সাইটের চারিদিকের বন্যপ্রাণীর জীবন জীবনকে ঝুঁকিতে ফেলবে। মাছ, বন্যপ্রাণী ও জনগণের ওপর রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্রমপুঞ্জিভুত স্বাস্থ্য ঝুঁকি স্পস্ট,গুরুতর,সহজ অনুমেয় ও অবশ্যম্ভাবী। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অর্থনৈতিক ক্ষতির পরিমান প্রতিবছর খুব সহজেই ১০০ মিলিয়ন ইউএস ডলার ছাড়িয়ে যেতে পারে কারণ বিস্তৃত ক্ষতিকর উপাদানের জন্য ,যা পরিবেশ ও জনসম্পদের ক্ষতি উভয়ের মূল্য থেকে হবে। অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম ও পরিবেশ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক এম আবুল বাশার । এছাড়াও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ গবেষক, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন অংশ গ্রহন করবেন।

0 comments:

Post a Comment