Last update
Loading...

রোমান্সে আগ্রহী সুস্মিতা সেন

অনেক দিন বডিউডের পর্দায় দেখা যাচ্ছে না সুস্মিমা সেনকে; কিন্তু অভিনয়কে বিদায় জানাননি। মনের মতো চিত্রনাট্য পাচ্ছেন না বলেই কাজ করছেন না বলে জানিয়েছেন। সুস্মিতা চান রোমান্টিক ছবিতে অভিনয় করতে। ছবিতে চুটিয়ে রোমান্স করার কথা নিজেই জানান তিনি। নিত্যদিন স্ক্রিপ্ট পড়ছেন; কিন্তু নতুনত্ব কোথায়? সেই তো কমেডি না হয় ভয়ের ছবির চিত্রনাট্য। কিন্তু তার অপেক্ষা রোমান্টিক চরিত্রের জন্য।
সে কারণেই এ মুহূর্তে কোনো ছবি হাতে নিচ্ছেন না সুস্মিতা। শুধু তাই নয়, রোমান্টিক ছবিতে চুটিয়ে রোমান্স করতে চান বলেও জানান এ তারকা। সুস্মিতা মনে করেন, এ মুহূর্তে খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। নতুন প্রযোজকরা যেমন আসছেন, তেমনই স্টুডিওর মানও উন্নত হয়েছে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও খুব ভালো। কিন্তু পছন্দের চরিত্র না পেলে এখনই কোনো ছবিতে সই করবেন না তিনি।

0 comments:

Post a Comment